Syed Ahmed Baire Lovi ( R )

 আজ ঐতিহাসিক বালাকোট দিবস । ১৮৩১ সালের ৬ মে  উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বালাকোট নামক প্রান্তরে শাহাদাতবরণ করেন সাইয়েদ আহমদ বেরেলভি ও শাহ ইসমাইল সহ অসংখ্য মুজাহিদ ।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রপথিক, সাইয়েদ আহমাদ ব্রেরলভী (র.)- ছিলেন উপমহাদেশের আযাদী আন্দোলন ও ইসলামের প্রকৃত আদর্শ প্রতিষ্ঠায় এক নির্ভীক সিপাহসালার। তিনি জীবনের মূল্যবান সময়কে দীন ইসলামের জন্য কুরবানী করে গেছেন । মাত্র ৪৫ বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেছিলেন । তাঁর লাশটিও শেষ পর্যন্ত পাওয়া যায় নি । 

বালাকোটে ৭০০ মুজাহিদের বিপরীতে ১০ হাজার শিখ সৈন্য যুদ্ধে অবতীর্ণ হয়। তারপরও মুসলমানরা যুদ্ধে বীরত্বের পরিচয় দেয়। ৩০০ মুজাহিদের শাহাদাত বরণের উল্টো পিঠে শিখ সৈন্য মারা যায় ৭০০। মুসলমানদের সংখ্যায় কম থাকার পাশাপাশি সে যুদ্ধে রসদও কম ছিল। সাইয়েদ আহমাদ অনেকটা ওহুদ যুদ্ধের কৌশল অবলম্বন করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

বালাকোটেও বিশ্বাসঘাতকতা ছিল। শিখরা তো ছিলই, আরবি নামধারীরাও ছিল। 

Comments

Popular posts from this blog

ইনি ননীবালা দেবী