CLASH OF CIVILIZATION AGAINST ON MUSLIM COMMUNITY
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাঁর বাণী শুরু করেছেন জ্ঞানতত্ব নিয়ে অর্থাৎ সবাইকে জ্ঞান আহরনে উদ্বুদ্ধ করেন। কিন্তু আমরা বিশেষ করে মুসলিম উম্মাহ'র সকল শ্রেণির মানুষ আসলে জ্ঞান আহরনের অভিলাষ নাই। অতীত আর ভবিষ্যৎ নিয়ে সূক্ষ্ম আর নিপুনতার চিন্তাবোধগম্যহীন, বর্তমানই আশ্রয়স্হল ভাবনায় সিক্ত।
আজ মুসলিম উম্মাহ'র উপহার পবিত্র কোরআনের বাণী প্রচার করার জন্য কতই ভাবে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তা বারবার বিনিময়ে রক্তঘাত পেতে হচ্ছে। এই বিষয়টা অনুধাবন যোগ্য, কিন্তু মৌখিক নাই।
স্যামুয়েল পি. হ্যান্টিনটন একজন পলিটিক্যাল সায়েন্স এর উপর গ্র্যাজুয়েটেড।তার একটা লিখিত বই
" THE CLASH OF CIVILIZATION " অসাধারণ একটা বই। অন্ততত বইটি পড়ে ধারনা করতে পারবেন মুসলিম উম্মাহ'র আজ দাড় ভাঙা ভাসমান নৌকার মতো এদিক সেদিক স্রোতের ধাক্কা খাচ্ছে। বুঝে উঠতে পারছে না কি করণীয়।
লেখকঃ সৈয়দ শাহরুখ হাসান
Comments
Post a Comment