চার দেয়ালের চেয়েও ছোট পৃথিবী
পৃথিবীটা কেমন যেন ছোট হয়ে এলো।
চারটে দেয়াল, চারটে জানালা আর
একটা রেলিং দিয়ে সেই চিরায়ত আকাশ দেখা ছাড়া বোধয় আর কোনো কাজই নেই।
পাখিগুলোকেও আর চোখে পড়ে না এই দূর্দিনে।
এমন নয় যে পাখিগুলো আকাশে উড়ছে না,গাছের ডালে বসছে না,গান গাইছে না নানান সুরে।
সবকিছুই আছে ঠিক যেমনটা ছিলো আগে - তবু কিচ্ছু যেন চোখে পড়ে না।
বৃষ্টি ঝড়ছে অঝোরে অথচ আমি দেখতে পাচ্ছি না।
বৃষ্টি শেষে সূর্যালোকে ধুলামুক্ত সবুজ পাতাগুলো চকচক করে ঠিকই অথচ আমি দেখি না।
দূরন্ত ডানপিটে বাতাস এসে শান্ত গাছটাকে নাড়িয়ে দিয়ে যায়,
ভর দুপুরে উড়ন্ত চিলের ছায়া মাথায় এসে পড়ে,
অথচ আমি কিছুই দেখি না।
দেখছি না কারণ,
আমার পৃথিবীটা চার দেয়ালের চেয়েও ছোট হয়ে আসছে।
আকাশ ছাড়া কিছুই আর চোখে পড়ে না।
লেখকঃ সৈয়দ শাহরুখ হাসান হৃদয়
Comments
Post a Comment